ঢাকা, শুক্রবার, ১৭ মে, ২০২৪

রূপগঞ্জের সাবেক বিএনপি নেতার করোনায় মৃত্যু

রূপগঞ্জের সাবেক বিএনপি নেতা হাজী আব্দুল করিম উল্লাহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল বুধবার রাত প্রায় ৯টার দিকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান বলে পারিবারিক সূত্রে জানা যায়। এ সময় তিনি করোনা ভাইরাস উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়েন বলে সূত্রে প্রকাশ।জানা যায়, হাজী করিম রূপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ছিলেন। তিনি এলাকায় একজন সুপরিচিত ও বিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে পরিচিত ছিলেন।মরহুমের ছেলে জানান, ঈদের পর থেকে তার বাবা শ্বাসজনিত রোগে ভুগছিলেন। গতকাল বুধবার তার অবস্থার অবনতি ঘটলে তাকে হাসপাতালে নেয়ার পথেই মারা যান। বৃহস্পতিবার রাত প্রায় ৩টার দিকে তাকে দড়িকান্দি কবরস্থানে দাফন করা হয়েছে।

দড়িকান্দি এলাকার জনৈক তারেক আহমেদ জানান, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে করিম হাজীর মৃত্যু হওয়ায় এবং প্রশাসনিক কোন ব্যবস্থা না নেয়ায় এলাকাবাসীর মধ্যে করোনা আতংক ও উত্তেজনা বিরাজ করছে।

তিনি আরও বলেন, মারা যাওয়ার ৩ দিন আগে করিম হাজীর করোনা পজিটিভ রিপোর্ট আসে। কিন্তু তিনি বিষয়টি গোপন রেখে বাড়িতে অবস্থান করেই বিভিন্ন হাসপাতালে ভর্তির চেষ্টা করেন। কিন্তু বুধবার রাতে তার অবস্থার অবনতি হলে হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মারা যাওয়া করিম হাজীর ছোট তিন ভাই সাবেক মেম্বার রহিম, কবির, সেলিম ও করিম হাজীর বড় ছেলে মাজহার কারো নির্দেশ না মেনে উল্টো এলাকাবাসীর সাথে প্রভাব খাটিয়ে অবাধে চলাচল করছে।

করোনায় মারা যাওয়া করিম হাজীর পরিবারের অন্যন্য সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা অতি জরুরী হয়ে পড়েছে। সেইসাথে তার পরিবারের সদস্যদের ও যারা দাফনের সাথে জড়িত ছিলেন তাদেরকে হোম কোয়ারাইন্টানে রাখার এবং এলাকাটি লকডাউন করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

ads

Our Facebook Page